আজকাল আর তেমন করে বরষা আসে না।
মাঝে মাঝে ডিপ্রেশন হলে,
দু দিন এক নাগাড়ে কান্নাকাটি..
তারপর আবার সেই
রোদে পোড়া খয়েরী মাটি।
তেমন করে প্রেম কি এখন আসে?
আউল বাউল চুলের ভেতর,
পাগলাটে চাঁদ ভাসে?
মাঝে রাতে ঝড় উঠলে দখিন বারান্দায়,
তবেই সে বাজায় আমায় তীব্র মালকোষে।
ভালবাসার পোড়া হাজা ঘায়ে,
মলম লাগে এখনো প্রায়শই।
লুকোনো সে ইঁটের ধাপে ধাপে
পড়ে থাকে ‘হরিবোলের খই’।
আজকাল আর তেমন করে বরষা আসে না।
আমি কাগজ হাতে বসে থাকি,
নৌকা ভাসাই না।