টুকু মাছ বিকতে হাট কে যাছি
বসে বাপের পিছায়।
চুনা পুঁটি রুই মিরিক
বাবুদের যার যেমন পসন্দ
যার যেমন চায়।
ভাতের হোটেল ছিল আমদের
পাকা দালান ঘর।
দমে লোক দমে ভিড়
সকাল লে রাত তক্কো
উনান শালে রান্না হছে
হড় হড় চড় চড়।
ইয়ার বাদে ফাগুন মাস
ডাঙা ডহর লাল পলাশ।
উলটা পুল্টা হাওয়ায় নকি
লতুন লতুন রোগ।
আমদের হোটেল বন্দ হল্যো
লাইগল্য শনীর যোগ।
এ বাপ শনী ঠাকুর!
কিসের লেগ্যে গোঁসা করিস বল?
পাঁচ টাকার বাতসা আর
দু টাকার ধুপখাড়ি
তোর থানে জ্বালায় পুজা
দিবো চল।
তা ক্যা শুনছ্যে ক্যার কথা
ঠাকুরের কান কালা।
একটো কথা বলনা ক্যানে
কবে আবার খুলবে হোটেল
ভাঙব কবে তালা??