আচমকা আলতো হাতে দরজায় টোকা।
এ ভাবেই আসো যাও তুমি,
আমি সংশোধন করতে পারিনা নিজেকে।
প্রস্তুতিহীন, অগোছালো হয়েই দরজা খুলে দাঁড়াই।
তুমি হাসো, বলো "ইসস! বোকা!,
প্রেম তো অমনিই হয়, জাননা?
দীপ্ত, মেধাবী, ফেনিল সমুদ্র, সবুজ মায়া।
ঠিক যেন অন্য ফ্লেভার দেওয়া জারুলের ছায়া।"
চর্চা করে সবাই তোমাকে নিয়ে, তা করুক।
চুরি যাক আমার আকাশ।
মন্দ ভালো যত প্রতিশ্রুতি,
উড়িয়ে দিয়েছি একটানে,
সাক্ষী করেছি ঝরা পাতা, শুকনো মরা ঘাস।
ইতস্তত ভিজে আজ আকাশ।
'নিম্নচাপ', বলেছে আবহাওয়া দপ্তর।
অলক্ষ্যে প্রেম এসেছে শিউলি তলায়,
ওরা জানেই না সে খবর।।