তোমার জন্য একটা গোলাপ, একটু চকলেট
তোমার জন্য একটা গোলাপ, একটু চকলেট
তুমিই আমার ভালবাসা, আমার জুলিয়েট ।
সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার টান
সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার টান
ম্যা হু তেরা মজনু অর তু হে মেরি জান ।
আজকে আবার ফরটিন্থ ফেব, ভ্যালেন্টাইনস ডে
আজকে আবার ফরটিন্থ ফেব, ভ্যালেন্টাইনস ডে
আমাদের তো চোদ্দ বছর এমনিই কেটেছে ।
এমনি করে বাসবো ভাল সারা জীবনভর
এমনি করে বাসবো ভাল সারা জীবনভর
তোমার প্রেমেই পাগল হবো, নেহি চাহিয়ে কই ঔর ।