আগুনের সামনে  দাঁড়ালে এখন
উষ্ণতা অনুভব করি
তুমিও তো দিয়েছিলে
             উষ্ণতা
               কোনো এক
                 শীতের অন্ধকারে -
ছাইচাপা আগুনের মত
গুমোট গন্ধ ঘরময়
তার মাঝে সারা গায়ে
        চন্দ্রিমা মেখে
               নদী হয়ে
                 পড়েছিলে
                  একা অকাতরে ।

এখন ও সময় মত
ঋতু  আসে, যায় ফিরে ফিরে
ঋতু  আসে যায়
        তোমার মনে
                কিংবা
                   শরীরে .....
আমি শুধু উষ্ণতা খুঁজি
পেয়ে যাই হারিয়ে ফেলি
         প্রতি রাতে
               প্রতেক
                 শীতের অন্ধকারে ।