সুদীর্ঘ পথ
থমকে দাঁড়ায়
আকাশবাণীর কণ্ঠস্বর -

গোধূলি আকাশ
সবুজের ঢেউ
ভেজা চৌকাঠ- চরাচর ।

রাতজাগা চোখ
কালশিটে দাগ
পূর্ণিমা রাত ফ্যাকাশে -

একফালি চাঁদ
বড়ো অসহায়
সুতো ছাড়া ঝুলছে আকাশে ।