আর একবার সন্ধা নামুক
আর একবার সূর্য ডুবুক দিগন্তে,
চলো আমরা দুজন হাঁটবো একসাথে
অন্ধকারে সবার অজান্তে ।
আর একবার রাত্রি আসুক
আর একবার চ্ন্দ্র ভাসুক আসমানে,
আসমানি চাঁদ জ্যোৎস্না ছুঁরে দিক
জ্যোৎস্না গায়ে মাখবো দুজনে ।
আর একবার সূর্য উঠুক
আর একবার সূর্য ডুবুক অরন্যে,
সূর্য ডুবুক, সূর্য উঠুক
আর একটা অন্ধকারের জন্যে ।