গাছের ছায়াকে দেখে মনে হয়
এই বুঝি সন্ধ্যা ঘনালো আকাশে -

আজ মেঘলা আকাশ
আজ বৃষ্টি হবে ।

আমাদের গ্রামের বাড়িতে আজ সন্ধিপুজো
ডি এর দাবিতে আজ ধর্মঘট হবে ।

শহিদ মিনার জুড়ে পতাকা মিছিল
শিক্ষাদানের অধিকার, আপাতত মূর্খেরই হাতে থাক ।

শিক্ষিত বেকাররা যাক, গরাদের অন্তরালে
সিভিক পুলিশ আছে বাকি ক্লাস নেবে ।

আজ মেঘলা আকাশ ; আজ বৃষ্টি হবে ,
চলো আজ থোরা মুহ্ মিঠা করে ।

আজ আকাশের মুড ভালো আছে
চলো আজ থোরা বারিস্ মে ভিগে।