জানো আমরা আজও পূজো দেখিনি
কেমন গো তোমাদের পূজো?
কি বা হয় তাতে?
শাল বনের গণ্ডিটাই আমাদের জীবন রেখা
ছেঁড়া জামা দেখে "প্রান" এর লোকেরা বলেছিল-
"চল তোদের এবার শহরে নিয়ে যাবো পুজো-দেখাতে"
ভয় হয়েছিল মনে, শহরের ভিড়ে হারিয়ে যাব না তো ?
কেমন দেখতে শহরটা ? কেমনই বা তার রোশনাই ?
আমরা সবুজের সন্তান , সবুজ মোদের প্রাণ
আজ তাদের জন্যই নব আনন্দে জাগরিত হলাম
পেলাম জামা,খেলাম খাবার,দেখলাম পুজো মণ্ডপে
মন্দ নয়, লাগলো ভালই, ছাড়া কুরকুট - সাপে ।
এগিয়ে চলুক তোমার গতি, হয়ো প্রকাণ্ড তুমি
সামাজিক মূল্য আর চেতনাবোধে,দাও ভূমিহীনে ভূমি
এগারো তে শুরু তোমার, দিলে পাঁচেতে পা
নব আনন্দে জাগিব মোরা, পোশাক পরবে গাঁ।।