সান্তার ও তো দাড়ি আছে আমারই মত
ও সবাই কে গিফট দেয়,আমি ছন্দ শত
ও মেটায় সবার আশা ,হাসি ফোটায় মুখে
আমি শুধুই লিখে যাই, সুখ অথবা দুখে
ওর ঝুলিতে হাজার উপহার,হরেক রকম জিনিস
আমার টাতে কবিতার খাতা,মনের কথাতে ফিনিশ
স্লেজের উপর উড়তে থাকে , কুকুর টানে রথ
আমার তো ভাই জানলায় গতি,কলমের গতিও স্লথ
আমায় তোমরা ডাকো বৈশাখে , ওকে ডাকো শীতে
ও তোমাদের চার্চে টানে, আমি ভাসাই গীতে
লাল টুপিতে অপরুপ সে,আমার মাথা খালি
বউ্ঠাকুরনের করুনা পেলাম,নয়ত চোখের বালি
নৌকাডুবিতে রাজর্ষি খ্রিষ্টে ডাকে, যোগাযোগের আশায়
বসন্তের বিকেলে ছোট ও বড় ঘরে বাইরে হাসায়
দুই বোন চতুরঙ্গে করে কর্মফলের কথা
আমি মালঞ্চে বসে চুপচাপ লিখি শেষের কবিতা
গরমকালে “এসো হে বৈশাখ” , ওকে ডিসেম্বরে
আমি রবীন্দ্রনাথ, বছরে আসি, ভাসি আড়ম্বরে ......

সংকেত