ঢাকে পড়লো কাঠি, এসেই গেল পুজো
শহর থেকে গ্রাম সবই সাজো সাজো
তোমরা সবাই ভীড় এড়িয়ে কেনো পূজোর জামা
আমায় কেঊ দেয় না জামা, মা কিংবা মামা ।
একের পর এক মলে, ভীড় তোমাদের জন্য
জামার টাকায় মা এর মুখে তুলী আমি অন্ন
তোমরা মলে পয়সা ওড়াও, কেনো বাচ্চা কাকের
আমার ও সখ করবো পূজো , মা যে আমার শখের ।
চতুর্থীতে ঊপছাবে ভীড় একডালীয়া, দেশপ্রিয়
ক্যামেরা আর ওড়নাতে লজ্জা ঢাকাই শ্রেয়
ফূল বেচবো জেব্রা ক্রসে, ঢূকবোণা মণ্ডপে
ঢুকতে গেলে বলবি তোরা , পা দিবি না ধাপে ।
ফূছকা খাবি আমার হাতে,বলবি না কেঊ চল
চড়-থাপ্পড় মারতেও পারিস টক না হলে জল
চাইবি কফি কফীশপে এসে , আনবো আমি বয়ে
দেখবনা মুখ মায়ের এই ৪ দিন গিয়ে ।
খাবি দাবি ঘুরবি তোরা আমি থাকব চুপ
কক্ষনো চাইবি মটন টিক্কা , কক্ষনো চিকেন সুপ
পেরলে দশমী মোদের ছুটি , পাবি নিমতলা ঘাটে
পরের পূজো ঠিক থাকে যাতে, মারা না যায় মাঠে ।।