তোমায় আমি মেঘ বলে ডাকি?
কেন? আমার নাম টা কি খারাপ?
সে কথা বললাম কখন?
তবে কেন মেঘ হবো বল?
আমি মেঘের বৃষ্টি হতে চাই তাই
বৃষ্টি হবে? সে তো ছেড়ে যাবে সময় হলে
দূরে যাবে নিশ্চয়ই , ছেড়ে যাবে না তোমায়
ভরসা রেখো,আসবে ফিরে তোমার কাছে
ঠাণ্ডা শীতল নীড়ের অন্বেষণে দেবেনা জায়গা তাকে?
কেন দেব না? প্রান সে আমার
তাকে যদি না দি জায়গা
মেঘ নামে কি থাকব সবার?
নীড় টা পাওয়ার ভরসা তেই ছুঁতে আসে তোমায়
রয়েছে কেবল তোমার আপন করে নেওয়ার প্রতীক্ষাতেই
দুহাত বাড়িয়ে দ্যাখোই না একবার
অন্য কোথাও না , ধরা দেবে তোমার কাছেই
অ্যাই, তুমি সত্যি আমায় মেঘ বলবে?
বললে ক্ষতি কি? তোমাতেই তো আমার শুরু
আচ্ছা তবে,মন্দ নয়, ডাকতে পারো আমায়
সাথে কিন্তু ভাসতে হবে, যাবে না তো কোথাও?
কথা দিচ্ছি যাবো না কোথাও
গেলেও ফিরব তোমার কাছে
তোমার নীড়ের ঠিকানাতেই
আমার হৃদয় বদ্ধ আছে ।।