মনে আছে সেই মৎস্যরুপী জলপরীর গল্পটা ?
যে ধরা পড়েছিল জেলেদের জালে
মাঝসমুদ্রে মাছধরার সময়
পারেনি নিজেকে বন্ধন মুক্ত করতে
জানো ? যেদিন সে ধরা পড়ল, চেঁচিয়েছিলও খুব
শুনতে হয়তো পায়নি কেউ , কিংবা না শোনার ভান
ধরা দেওয়ার অভিলাষা তার একটুও ছিল না
কিন্তু করবে কি?জাল টা বাহুজোরে জিতে যায় সেদিন
জেলেগুলো তাকে পাওয়ার আনন্দে নেচেছিল খুব
আসতে আসতে ছাড়িয়েছিল তার সমস্ত আঁশ
শত চিৎকারের ফলেও নেমে আসেনি মুক্তি
তলপেটে গুজে দিয়েছিল জ্বলন্ত লোহার শিক
আজও সে মুক্তির জন্য ঘুরে মরে
মৎস্যকূল তাকে কুলোটা বলে ত্যাগ করেছে
আপন করে নেয়নি জেলে সমাজ ও
একা বিভ্রান্ত বিবাগীর মত ঘুরেই মরেছে সে
খুঁজে ফেরে মুক্তির দিশা,ধরে না কেউ হাত
সমাজ তাকে বেশ্যা বানায়,করেছে বরবাদ ……