তবুও ফিরে আসবো
         আমিরুল ইসলাম
""""""""""""""""""""""""""""""""""""
ফিরে আসবো রাতের অন্ধকারে চাঁদের হাসিতে,
মনপ্রাণ জুড়ানো ভাটিয়ালি সুরের বাঁশিতে,
বৃষ্টির স্পর্শে বিহমিত স্নিগ্ধ বাতাসে...

ফিরে আসবো গ্রীষ্মের দুপুরে পিপাসার্ত চাতকের মতন,
জীর্ণ বুকের পাঁজরে ট্রামলাইন সাজানো অজস্র স্বপন,
ছড়িয়ে দেবো অমর ভালোবাসা ধানের শীষে শীষে ...

ফিরে আসবো কুয়াশার ফাঁকে ফাঁকে জোনাকি হয়ে,
আবার ঝড়বো বৃষ্টি হয়ে, ভিজবে তুমি আমায় ছুয়ে,
উজাড় করা ভালোবাসা আবার উড়বে একদিন নীল আকাশে...

ফিরে আসবো সমুদ্রের ঝাপটা মারা ঢেউয়ে ঢেউয়ে,
যদিও চূর্ণ হয় অন্তরখানি আছড়ে পরে পাথরের গায়ে,
তবুও ফিরে আসবো,খুঁজে পাবে তোমার- প্রতি নিশ্বাসে।।
                          - সমাপ্ত -
সময়কাল- 30/11/2019
Amirul Islam