শিরদাঁড়া শক্ত করো যুবক✅
আমিরুল ইসলাম
************************
শিরদাঁড়া শক্ত করো যুবক;
তুমি বজ্রকণ্ঠি রণভেরি
যার হুংকারে আকাশ কাঁপে,
জালিমের কলিজায় ফাটল ধরে।
তোমার মাথা নিচু হবে কেন?
মুষ্ঠি মজবুত করো যুবক;
তোমার মুষ্ঠি জলন্ত কয়লার আগুন
যার তেজে জেলখানার লৌহ কপাট
নিমেষেই গরল লাভার রূপ নেয়।
তোমার রক্তের স্রোত এত শীতল তবে কেন?
চক্ষু নিদ্রাহীন করো যুবক;
তুমি ঘুরন্ত পৃথিবীর জ্বলন্ত প্রদীপ
যার আলোয় কিছুই গোপন থাকবে না,
অন্যায় অবিচার জালিয়াতি কিছুই-
তোমার পিঠ পিছনে যেতে পারে না।
তোমার চোখ গাঢ় সাদা কেন?
মুখের তালা খুলে ফেল যুবক;
তুমি ঘুমন্ত সমাজের পাহারাদার
যার কণ্ঠেই মানুষ নিশ্চিন্তে থাকে,
যার গলায় ভয়ের কাটা কোনোদিন
জায়গা করতে পারে না। সেই
তোমার মুখ বন্ধ কেন?
*******সমাপ্ত*******