শাসক তুমি বড্ডো নিঠুর
    ✍️আমিরুল ইসলাম
**********************
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ
ভাত জুটেনি তাদের ঘরে,
শাসক তুমি বড্ডো নিঠুর
মানুষকে নাচাও ধর্মের সুরে।

যার জন্যে তুমি ধরছো লাঠি
কী পেয়েছ আজ, ভাষণ ছাড়া?
ধর্মে তো বাপু দেইনা খেতে
বোঝাই এত, বোঝেনা এরা ?

নেতা তোমার অভিনেতা বঠে...
ধর্মের উস্কানি দিয়ে, দিল আলতো কেঁদে
মূর্খ তুমি বুঝলে না কিছুই
দৌর দিলে তার পিছে নেংটি বেঁধে।

রাজনীতি তো ভাই তাদেরই কর্ম
তোমরা তার কী'বা জ্ঞান রাখো ?
নেতার থালাতে বিরিয়ানি ইলিশ
তুমি আজও সেই পান্তা খেকো।

সংবিধান বলে জনতাই শক্তির উৎস
তবুও তুমি দুর্বল আদালতে,
আইনের আজকে চোখ খুলেছে
বিচার হয় এখন টাকার দৌলতে।
    ***""""""""""সমাপ্ত"""""""""***
সময়কাল -১৫/০৫/২০