নয়কো ওরা ভিন্ন
আমিরুল ইসলাম
****************
ধনসম্পদ অনেক তোদের
অনেক তোদের নাম ।
সমাজে যারা পায়না খেতে
দিস না তাদের দাম ।।

তাদের অনেক নাম দিয়েছিস
গরীব,ফকির অস্পৃশ্য ।
মনের দিকে তারাই বড়ো
হোক না তারা নিঃস্ব ।।

রাস্তা ঘাটে ঘুরে বেড়ায়
চায় একমুঠো খাবার অন্ন ।
মোদের মত মানুষ তারাও
নইকো তারা ভিন্ন ।।

শীত কালেতে শীত কাটেনা
নেইকো তাদের ঘরবাড়ি কম্বল ।
বাঁচাতে ওদের শীতের থেকে
তোরাই একমাত্র সম্বল ।।

এসো বন্ধু !
সবাই মিলে হাতে দিয়ে হাত ,
চেষ্টা চালায় ওদের মুখে
তুলে দিতে ভাত ।।