মোমবাতি
           আমিরুল ইসলাম
***********************
শ্বাস বন্ধ হয়ে আসছে;
চারিদিকে অন্ধকার-
সূর্যটি মোমবাতির মত ধপ করে নিভে গেল।
পঁচা লাশ সম্মুখেই গলছে;
দেহটি ধীরে ধীরে হচ্ছে নিরাকার -
মুণ্ডহীন নিথর দেহের রক্ত বাষ্প হয়ে আকাশে উড়ে গেল।
মাথার মধ্যে অসংখ্য ঝিঝি পোকা ডাকছে;
প্রকৃতিও আজ শান্তির দাবীদার-
নদীর চকচকে জলে ভাসছে অগণিত মুণ্ডহীন রক্তাক্ত দেহ।
দমবন্ধ করা অন্ধকার , পূর্ণিমার চাঁদ মিছে;
তার জোৎস্না আজ ছারখার -
কত ধর্ষিতাই সাহায্য ভিক্ষা চেয়েছে, বাঁচাতে আসেনি কেহ।
রক্ত চলা বন্ধ হয়ে যাচ্ছে;
বাঁচতে হলে প্রতিবাদ করা দরকার -
নিভে যাওয়া মোমবাতি আবার জ্বলবে মুছে দিতে অন্ধকার।

সময়কাল:-৩০/০১/২০২০