"দুঃখ সুখের সাথী "
আমিরুল ইসলাম
********************২৭/০৭/২০১৯
সন্ধ্যা শেষে নদীর তীরে
বসে ছিলাম স্বপ্নে ঘিরে
স্বপ্নের স্বদেশ গড়তে নদী
চলে একে বেঁকে আপন সুরে ।।

মনের দুঃখ নদীর সনে
করছি প্রকাশ দিগ্ধ মনে
নীরবতার দুঃখ প্রকাশ
ভেঙে পড়ে ঔ আশার আকাশ ।।

তোর সাথে মোর দুঃখের মিলন
মিলছে ঢেউয়ে ঢেউয়ে

নদী রে তুই চলছিস যেমন
চলছি সেরূপ দুঃখ বয়ে ।।

মা বলে যারা ডাকছে তোকে (নদী)
ময়লা আবর্জনা নির্দ্বিধায়
ফেলছে তোর বুকে ।

বলেছিল থাকবো তোর সাথে
ভুলে গেছে সে এক পলকে ।।

বন্ধুর গল্প  শুনেছি খুব ,
বন্ধু মানে সুখ দুঃখের প্রেমপ্রীতি
তাইতো বলি নদী রে তুই ,
মোর দুঃখ সুখের সাথী ।।