রৌদ্রতপ্ত দিনে তরুতলে নিয়েছি আশ্রয়
নারিকেল পাতায় খেলে যায় দুরন্ত বাতাস
কঁচি বাঁশের ঝাড়ে ছুঁয়ে যায় শরৎআদর
তারই রেশ গায়ে মেখে জুড়াই প্রাণ
ঝিলের স্বচ্ছজলে ডুবসাঁতারে মাতি
মাছেদের স্পর্শশিহরে পাই পুলক অপার
শাপলার বিস্তারে উদ্ভাসিত জলছবি
আর কি ফেরা হবে শহুরে কোলাহলে!
আমি যে পৌঁছে গেছি জীবনানন্দের গাঁয়ে
প্রকৃতির কোলে বসে ভেবে নেই সুবর্ণস্মৃতি
একজন বনলতা সেনের সাথে তাবৎ খুনসুটি!
শুরু হয় প্রস্ফুটিত ভাবনার কাব্যপ্রকাশ
সেখানে উড়ে বেড়ায় ধবল বক, সোনালি ডানার চিল
আমি তলিয়ে যাই ঘোরের তলানিতে
তারপর ভেসে উঠি যখন পড়ে সময়ের ঢিল।
৭-৯-২০২০। দুপুর ১২-৫৬। পূবাইল, গাজিপুর