হৃদয়তো নয় ফাঁপা বেলুন
লজ্জাবতীর পাতাও সে নয়
হৃদয় হলো নিস্তরঙ্গ মনসরোবর
আবেগের ছোঁয়ায় সেথা ঊর্মি জাগে
আনন্দের মন্দ্র ঢেউ, বেদনার জলোচ্ছ্বাস
প্রণয়ে জোয়ার বয়, বিরহে ভাটার টান
সেই হৃদয় নিয়ে আর খেলো না
অনেক হলো, এই বারে সে স্বস্তি চায়।
ভালোবাসা, ভালো লাগার চেয়েও বড়
পাওয়ার চেয়ে দেয়ার চিন্তা মূখ্য তখন
কতো বিকেল কাটিয়ে দিলে আমার সাথে
উপহারতো ঢের পেয়েছো লগ্ন বুঝে
শুধু দেবার বেলায় কেনো করো কৃচ্ছ্রসাধন
চাই নি তো অমূল্যধন, দুর্লভ কিছু মানিকরতন
শুধু নিভৃতে আলতো চুমু এই ওষ্ঠাধরে
সঙ্কোচে তলিয়ে কি কেউ প্রেমে পড়ে?
প্রণয় নয়তো উপন্যাসের গল্পকথা
প্রণয় হলো নিয়ম ভাঙ্গার বাস্তবতা
হৃদয় ভরে পুলক লাভের আকুলতা
মিলন ছাড়া জানবে তুমি প্রণয় বৃথা।
তবু যদি দ্বিধায় তুমি নিরব থাকো
মুখ ডুবিয়ে পড়ে নিও সঞ্চয়িতা
আমি বরং নতুন করে পদ্য সাধি
অন্য কারো সঙ্গে এই হৃদয় বাঁধি।
মনে রেখো চুমু নয়তো অশ্লীলতা
চুমুই পারে ভেঙে দিতে সব জড়তা
একটি চুমুর জন্য সবই ভেস্তে যাবে!
আমার মতো প্রেমিক তুমি কোথায় পাবে?
৪-১০-২০২০। সন্ধ্যা ৬-৫৩। সেনওয়ালিয়া