বিশাল ব্রহ্মাণ্ড কতো বিস্তৃত পরিধি জানা নাই!
আমি তবে ধরণীর তলে বালুচরে কী হাতড়াই?
কতটুকু জানা হলো দৃষ্টির সীমানায় আছে যা
বন্ধন সব ছিন্ন করে আর বাড়ানো হলো না পা
তবু আমি সকল বিষয়ে জ্ঞানের অহং এ বাঁচি!
অনুমান করে যায় না পৌঁছা সত্যের কাছাকাছি
বিজ্ঞান ফেলে কৌতূহলী চোখ ঐ মহাশূন্য পরে
কতো অজানা জ্ঞাত হই অসীম পুলকবিস্ফারে
যুক্তি এসেছে, দর্শন জেগেছে, ধর্ম করেছে জয়
কেউ মেনে নেয়, প্রশ্ন করে যাদের আছে সংশয়
ধর্মগ্রন্থ তন্নতন্ন খুঁজে বিশ্বাসী অবিশ্বাসী সকলে
কেউ পায় ভুল, কেউ প্রশান্ত সত্যের ছায়াতলে
আমি ভাবি এতো তাড়া কিসে চলুক অনুসন্ধান
প্রমাণই যদি চাই তবে প্রতীক্ষায় নেই অকল্যাণ
এও ভাবি বিজ্ঞান নিজেরে ভেঙ্গেছে বারংবার
তাকে কী করে দেবো চূড়ান্ত সত্যের অধিকার
তাই বলি সহাবস্থানের বিকল্প আর কিছুই নাই
ধর্ম নিয়ে বিরোধ-সংঘাতের চির অবসান চাই
আদি পিতার পূণ্যরক্ত বইছে সকলের ধমনীতে
চলো মানুষ হয়ে বাঁচি এ সামাজিক পৃথিবীতে।
২৪-৮-২০২০। বিকাল ৩-০৪। সেনওয়ালিয়া