সবকিছুরই হয় মেরামত
মচকানো চেয়ার, ভাঙ্গা ছাতা, ফুটো পাতিল—
ছেঁড়া জামা রিফু হয়, প্রয়োজনে জোড়াতালি!
কিছুটা অর্থমূল্য অবশিষ্ট আছে তাই
ঘরে ঘরে চলে এমন সারাই।
মন ভেঙ্গে গেলে কে দেয় জোড়া?
সহানুভূতি, উপহাস, উপদেশ এইতো জোটে
হৃদয়ের চিড় বেয়ে গড়িয়ে যায় সঞ্চিত সুখ
পড়ে থাকে বেদনার ভারী নুড়ি
একাকী রাতে যা উসকে দেয় বিমূর্ত ক্রন্দন।
কে আছে সিদ্ধহস্ত এমন সারাই কাজে?
হৃদয়ে বেঁধেছি কৃষ্ণবিবর
কৌতূহলে কে নেবে তার খবর?
৫-৯-২০২০। রাত ১১-৪৮। সেনওয়ালিয়া