সকাল জুড়ে আলসেমি ঘুম, দিবস ভরা ব্যস্ততা
বিকেল দেয় ক্লান্তির চুম, রাত্রি জুড়ে বিহ্বলতা
তবে না হয় অহ্ন-নিঝুম জাগাক প্রণয় মুখরতা
লেগেছে যে যৌবন-ধুম, উথলে মিলন প্রবণতা।

হৃদয়ের ডাক শোনো, ঐ ভাসতে ডাকে জাহ্নবী
কার জন্যে কাল গোনো আজ আত্মমগ্ন চিক্কবি?
আমার কথা নাই মানো, আসছে ফিরে বৈসাবি
নৃত্যকৃত্যের সুর বুনো, গীত বাঁধবে এ কুলকবি।

একটি মনে ডঙ্কা বাজে, সঙ্গতে কেউ নয় রাজি
বিরহক্লিষ্ট রিক্ত সাঁঝে অতলান্তিক সাগর খুঁজি
অবহেলার হৃদলাজে রোদনক্লান্ত দু চোখ বুজি
সুপ্ত আশা মনের মাঝে, প্রিয়ংবদা ফিরল বুঝি!

১৯-১-২০২১। ভোর ১-৪৯। সেনওয়ালিয়া