কী দেবো পরিচয়?
নামে পাবে ধর্মসূত্র, পোশাকে আছে বিত্তভাব
ভাষায় জানবে জাতীয়তা, নজরে নিত্য স্বভাব
হৃদয়ে থাকলে মানবাত্মা, কর্মে দেখো সে ছাপ
এর বেশি কিছু নয়।

কাব্য করি বলে কবি ডেকে যাও
সুর সাধি তাই গায়ক ভেবে নাও
ধার্মিক হলে বিবিধ তকমা দাও
জ্ঞান অর্জনে গুরুর দীক্ষা চাও
আসল পরিচয় তবে কিসে পাও?

যদি মাপতে চাও তুমি বিভেদের নিক্তিতে
বর্ণালির দেখা পাবে ঐ প্রিজমের শক্তিতে
সামষ্টিক সুন্দর আছে ঐক্যের সম্পৃক্তিতে
কতো আর বিচ্ছিন্ন হবে সংস্কার প্রীতিতে
কেনো ঘৃণার আবাদ সম্প্রদায় চেতনাতে?

শিশুর কান্নার ভাষা ভেদ নাই
মায়ের স্নেহের কি বিকল্প পাই
কেন তবে বিভক্তির গান গাই
মানুষ হতে হলে আর কী চাই
আমাদের যে রক্তবর্ণ একটাই।

২২-১০-২০২০। দুপুর ১-২৭। সেনওয়ালিয়া