মধুর কোনো সুর মনকে করে উতলা
ভাবনার অনুকূল একটি কাব্য মননে জ্বালায় স্ফুলিঙ্গ
অদৃশ্যপূর্ব সুন্দরকে উপেক্ষা করা কঠিন
প্রেয়সীর আকাঙ্ক্ষিত স্পর্শ শরীরে ছড়ায় শিহরণ
কী ঘটে মস্তিষ্কের কন্দরে বুঝে উঠা ভার
তবে যে অনুরণন ঢেউ তোলে আবেগে,
ভাবনায় ও শরীরে
তাকে উপেক্ষা করা দুষ্কর
শুধু গা এলিয়ে দেয়া, হৃদয় মেলে ধরা
এ অনুভব প্রকাশ করতে চাই নিপুণ কারিগর
একই পথে হেঁটে হেঁটে যে আপ্লুত হয়েছে শিহরণে
তারপর রঙে, শব্দে, সুরে তার অনুপুঙ্খ বয়ান
এভাবে চক্রাবর্তে ছড়িয়ে পরে পৌনঃপুনিক অনুরণন।
শিল্প পুষ্ট হয়, মনন শাণিত হয় সে অনন্ত স্পন্দনে।
২২-৯-২০২০। সকাল ৯-০২। সেনওয়ালিয়া