দুঃসময় যখন ঘিরে ধরে মানুষ খোঁজে অবলম্বন
কিসে মেলে মুক্তি, কার কাছে পাবে স্বস্তি?
শুদ্ধপথে, ভুলপথে কতো ছোটাছুটি!
কতো ধর্ণা, কতো মানত, ঈশ্বরে প্রার্থনা
কখনো মেলে পরিত্রাণ, কখনো বাড়ে হতাশা
এ এক যৌগিক চক্র আশা-নিরাশার,
ত্যাগের, প্রাপ্তির, পতনের, পরাজয়ের,
সুখের, দুঃখের, বিজয়ের, উদযাপনের
মানুষ নিয়ত চলেছে সময়ের হাত ধরে।
কখনো সে উপনীত হয় খাদের কিনারায়
সব প্রত্যাশা উদ্বায়ী হলে জাগে আত্মহননঅভিলাষ
সে এক জটিল হিসেব হৃদয়ের কন্দরে
বাঁচার সুতীব্র ইচ্ছেরা মল্লযুদ্ধ করে হতোদ্যম যুক্তির সাথে
কেউ ফেরে, কেউ তলিয়ে যায় অকালমরণে।
কয়েকটি পরিবার বিলাপক্রন্দনে হয় উচ্চকিত
সমাজ চিন্তাতরঙ্গে ক্ষণিক আন্দোলিত হয়
রাষ্ট্র থাকে তার চেয়ে অধিক নির্বিকার।
‘যা তুমি পারো না দিতে, পারো না তা কেড়ে নিতে।’
জননীর কথা ভাবো, যে জন করেছেন মহান ত্যাগ
সান্ত্বনা খোঁজ তাঁর বুকে, জীবন্ত রাখো সতত স্মরণে
পেয়ে যাবে তুমি হারানো পথের দিশা।
বাঁচার জন্য যে জীবন তার নয় অনর্থক অপচয়।
১৯-১০-২০২০। বিকাল ৩-২৯। সেনওয়ালিয়া