কতো কিছুই মনে ধরে
কতো বাসনা উঁকি মারে
কতো ইচ্ছেরা নড়েচড়ে
আমি নির্লিপ্ত বসে থাকি
বুঝি পাওয়া হয়ে গেছে সব
নয়তো আসলে চাই না কিছুই
হয়তো ভাবি চেয়েতো লাভ নেই।
এভাবেই করে ফেলি কালক্ষেপণ
একটু যদি জানাই চাহিদাটা
কিংবা দাবি করি প্রাপ্যটা
নতুবা কেড়ে নিয়েও করি হস্তগত
প্রাপ্তির খাতা তবে শূন্য থাকে না।
আমি ক্লীব হয়ে পড়ছি দিন দিন
নেতিয়ে পড়ছে ভেতরের বারুদ
শিক্ষা করে তুলেছে বুদ্ধিপ্রতিবন্ধী
ভয় করে তুলছে অসাড়
পরিবার চাইছে যন্ত্রমানব হই
সমাজ গড়ে তুলছে পাপেট হিসেবে।
আমি কি মুক্তি চাই?
অপমান সইতে শিখে গেছি
অবহেলা গায়ে মাখি না
প্রতারিত হলে ভাগ্যের দোষ ধরি
আমিতো হয়ে গেছি প্রত্নজীব
ফসিল ঘষে কে জ্বালাবে তাড়নার অগ্নি?
আমি ঠায় বসে থাকি প্রচেষ্টাহীন
অনেক স্বপ্ন বুকে নিয়ে তলিয়ে যাই
পোড়া কপালকে করি দোষারোপ
হায় রে আমার মানবজন্ম!
১৯-৮-২০২০। দুপুর ১-২৫। সেনওয়ালিয়া