চৈত্রের খাঁ খাঁ রোদে নবীন গাছ
চায় এক ফোঁটা বৃষ্টি
এক চিলতে মেঘ
মহীরুহ রূপ পেলে দাঁড়াবে ঝড়ের বিপরীতে
তত দিন চাই একটু পরিচর্যা।

সদ্যোজাত শিশুতো হরিণশাবক নয়
যে ছুটবে তিড়িংবিড়িং
একটু যত্ন চাই- চাই সবটুকু ভালোবাসা
অষ্টাদশ বসন্ত পরে পূর্ণ যৌবনে
যুদ্ধ যাত্রায় তার কাঁপবে না পা।

নবীন পরিচয় কিছুটা সময় চায়
জানাশোনার নিরিবিলি কাল
তারপর হয়তো ঠিকই ধরবে হাত
তখন কাশবনে নিঃশঙ্ক ছুটতে
রইবে না কোন দ্বিধা।

নবপরিণীতা সহসাই তোলে না মুখ বাসরে
কিছুটা কথা চালিয়ে নিতে হয় একাই
এক সময়ে ভাঙলে জড়তা
জোনাকির সাথে পাল্লা দিয়ে রাত জাগা
বাঁধা পড়ে না যৌবনের ডুব সাঁতারে।