প্রেমের প্রকাশ পাল্টে যায় বয়সের সাথে
প্রণয়কথা, স্পর্শপুলক উঁকি দেয় মধ্যরাতে।

‘ভালোবাসি’ এ কথাটিও ভোগে বিবর্তনে
নৈঃশব্দ্য ইঙ্গিতে বুঝে নেয়া পড়ন্ত যৌবনে।

চাওয়ারও আছে বাঁক বদল হৃদয়ের অতলে
বস্তুগত উপহারের বাড়ে কদর সংসারী হলে।

সঙ্গলিপ্সা ক্রমেই কমে যায় পরিণত কালে
স্বস্তি খোঁজা কর্মক্লান্ত প্রিয় ঘরে ফিরে এলে।

তবে কী থাকে অপরিবর্তিত প্রৌঢ়ে গড়ালে?
প্রিয় মুখের মিষ্টি হাসি জীবনের সমান্তরালে।

২৯-৪-২০২১। বিকাল ৩-২৬। সেনওয়ালিয়া