দিনমান ক্লান্তি শেষে ঘরে ফেরার তাড়া
সে চলা আটকে দিলো গোধূলির ইশারা
কার যেনো গায়ে হলুদ কিচিরমিচির গান
মেঠো পথে হেঁটে যেতে কিসের পিছুটান?
সূর্য আমায় দগ্ধ করে দিনের মধ্যভাগে
এখন ছড়ায় কোমল আদর সায়াহ্নের আগে
প্রিয়া আমার পথ চেয়ে তবু তাগিদ নাই
দিগন্তের ঐ অবাক রঙে মন্ত্রমুগ্ধ রই
একটু না হয় দেখেই যাই সূর্য ডোবার খেলা
সহসাই যায়না পাওয়া থাকলে মেঘের ভেলা
পুষিয়ে দেবো হৃদবিরহ নিখুঁত বর্ণনাতে
গৃহে নয় বাইরে তখন সে থাকবে প্রতীক্ষাতে
ভাবনা জুড়ে মাখিয়ে নেবো পুলকশিহরণ
গোধূলির রঙ ছেনে হবে রসদ আহরণ
দুই হৃদয়ে জাগবে জোয়ার প্রিয় রক্তরাগে
ভালোবাসা পূর্ণ হবে মিলন অনুরাগে।
১-৮-২০০। রাত ৮-১৯। সেনওয়ালিয়া