তোমার আমার মাঝে কোনো ফাঁক রেখো না
সামান্য সুযোগে ঢুকে যাবে অবিশ্বাস
তারপর দূরত্ব বাড়িয়ে নেয়ার মানসিক খেলা
মেঘ ঢেকে দিলে চাঁদ পাল্টে যায় জোয়ারভাটার টান
সূর্যটা আড়াল হলে পৃথিবী শীতল তখন
সম্পর্কের সমীকরণে এক অনাকাঙ্খিত প্রতিবন্ধক!
তাই আরো ঘনিষ্ঠ হও, লেপ্টে থাকো গায়ে
সন্দেহ উদ্বায়ী হোক মিলনের উষ্ণতায়
বোঝাপড়ার ঘুড়ির কাটাকাটি নিজেরাই খেলি
নিন্দুকের হাতে নাটাই দিয়ে পাবো না স্বস্তি
মোট কথা বিরহ চাই না, চাই স্পর্শের নৈকট্য
হ্রস্ব জীবনের এক বিন্দু নয় অপচয়
উপভোগ করি টক-মিষ্টি-ঝাল ভালোবাসা।
২৩-৭-২০০। সকাল ১১-৪৮। সেনওয়ালিয়া