নাড়ি কাটার আগেই সন্তানের কপালে
ক্লান্ত মা এঁকে দেয় চুম্বন
আরেকটি অদৃশ্য নাড়ির সেই তো সূচনা
তারপর চুমু ছড়িয়ে পড়ে সারা গায়
স্বর্গীয় বোধে শিহরিত শিশু হাসে ফুলের হাসি।
অনেক আস্থায় জোটে প্রেয়সীর প্রার্থিত চুম্বন
কাঙ্ক্ষিত নির্জনে তা নেমে আসে ওষ্ঠাধরে
সেই কামনা বোধেই মিলনের অভিযাত্রা
ভালোবাসা সতেজ রাখে সতত চুম্বন।
আমরা আরো অনেক চুম্বনে অভ্যস্ত
কেউ সকাতর চুম্বন আঁকে পীরের পায়ে
সৌহার্দ্যপূর্ণ সম্ভাষণে হাতের চেটোয় দেয় আলতো চুমু
কোনো সভ্যতায় গালে গাল ছুঁয়ে হয় প্রতীকী চুম্বন।
উড়ন্ত চুম্বন ছুড়ে দেয় রোমান্টিক প্রেমিক
কখনো বখাটেও বেছে নেয় উত্যক্ত করার এ শিল্পঢঙ
চুম্বন সভ্যতার সহগামী হৃদকৃত্য
যোজন দূরত্ব ঘোচার এক অব্যর্থ অস্ত্র।
২৭-৮-২০২০। রাত ১১-১৯। সেনওয়ালিয়া