সামর্থ্যের বাইরে প্রতিশ্রুতি দিতে নেই
ঋণগ্ৰস্ত কৃষকের মতো হতে হয় সর্বস্বান্ত
মানুষের অবজ্ঞায় জীবন হয়ে উঠবে দুঃসহ।
তার চেয়ে বরং দিতে পারো ক্ষুদ্র আশ্বাস
পৌনঃপুনিক উপঢৌকনের সুযোগ থাকে অবারিত
এতে কখনো ব্যর্থতার গ্লানি থাকেনা বিন্দুমাত্র।
তাছাড়া দেবার প্রতীজ্ঞা করে সম্পর্ক চলে কি?
বিনিময়যোগ্য প্রণয়ে থাকে উপযোগতত্ত্ব
দুধের মাছির মতো সটকে পড়ার প্রকট সম্ভাবনা।
যদি গড়া যেতো মিথোজীবী বন্ধন
অজ্ঞাতে তৈরী হয়ে যেতো ত্যাগমনস্কমন
মীথ তুল্য ভালোবাসায় হতো অনন্ত অবগাহন।
বুঝে থাকলে তাবৎ যুক্তি আমার
শঙ্কার অবকাশ রেখো না হৃদয়ে
বাড়িয়ে দেয়া হাত ধরে চলো পুলকের পথে।
১৭-১-২০২১। রাত ১১-২৮। সেনওয়ালিয়া