দুয়ার খুলে দেখো প্রিয়া রঙ লেগেছে সব খানে
মিছে নয় কাল ক্ষেপণ বসে ঘরের এক কোণে
প্রণয়ের ঘাটতি পূরণ করবে কত রঙের স্ফুরণ
গড়িয়ে ঘাসে জড়িয়ে বসে ভোগ করি অনুরণন
গাইছে পাখি বসন্ত রাগ, মেলে ধরো চিত্তবাগ
চুম্বন চুমুকে সংলগ্ন হও বুকে, ভুলে অনুরাগ
ঐ দেখো জুটি বেঁধে প্রণয়পিয়াসী ছোটে
বসন্ত বাসরে আজ বাঁধাহীন প্রেম লোটে
আমরা থাকবো কেনো সংকোচে পিছু হটে
ভালোবাসা বাড়িয়ে নেই বহুগুণে দ্বিধা ছেটে
পলাশের লাল নিয়ে ঠোঁট রাঙো প্রেয়সী
অশোকে কবরী সাজাও আরাধ্য উর্বসী!
ভাবনার শিহরণ মুকুলিত কবিতায়
ঘনিষ্ঠতা বাড়াতে যদি বা উসকায়
মেলে ধরো যৌবন মধুপের সাথে নেচে
সময় যে বয়ে যায়, বসন্ত এসে গেছে।
১৪-২-২০২১। সকাল ১১-৪৩। বিবিএস