কিছু কথা জমা রাখি নিজের কাছে
একলা সময়ের আত্মকথনের অব্যয়ধ্বনি
মগ্নতার ঐশ্বরিক মুহূর্তের শিল্পীত উপজাত
প্রেয়সীকে কখনো বলা যায় না বিন্দুমাত্র
কাব্যের স্বতঃস্ফূর্ত ধারা থেকে করি নির্বাসিত।
এ আমার উচ্চকিত সুখবোধের নান্দনিক প্রকাশ
কখনো গভীর বেদনার মন্দ্র সুরে ভেজা কান্না
অধরা স্বপ্নের প্রতীকী আভাস
অসহায় অন্ধকারে বাঁচার প্রেরণা
সে গুপ্ত মন্ত্র আমি কখনোই বলবো না।
আমি তো বলি পাঠক যা শুনতে চায়
তাদের হৃদয়ের অনুকূলে ছড়াই শব্দকুসুম
উপযোগের নিক্তিতে মাপি ভাষার ব্যঞ্জনা
প্রত্যাখ্যাত হবার ভয়ে করা সন্ধির প্রয়াস!
তাই দুর্বোধ্যতার ছলনা করি না আমি।
তবু বলে যাবো অলক্ষ্য অক্ষরে
গুহাচিত্রে যেমন পড়ে কৌতূহলী চোখ
খোঁজে লুপ্ত ইতিহাস নিজের দায়ে
তেমন নিষ্ঠ কারো জন্য রেখে যাবো শিল্পআকর
কালনিরপেক্ষ বোধে যে মেলবে উদ্ভিন্নহৃদয়।
যাদের কাছে শিল্প কখনো বাণিজ্য নয়
যাদের কাছে সৃষ্টি কেবল বিনোদন নয়
যাদের কাছে কাব্য নয় সময়ের অপচয়
যাদের হৃদয়ে অবিকৃত আবেগ উথলায়
তাদের জন্য সে ইঙ্গিত ঠিক তাৎপর্যময়।
২৬-১-২০২১। ভোর ১২-০৩। সেনওয়ালিয়া