নিজ গৃহে আমিই রাজা, একাই চালাই রাজ্যপাট
নিজের নিয়ম নিজেই ভাঙ্গি, নেই সময়ের বিভ্রাট
প্রজা নেই যে খাজনা দেবে, কোষাগার শূন্য তাই
সভাসদের তোষামোদের অহেতুক চর্চা নাই।
যখন আমি সমাজপতি ঝামেলায় ডুবে যাই
অভিযোগ শুনে শুনে ক্ষণে ক্ষণে উঠে হাই
মানুষগুলো বিচিত্র সব মন্দভালোর মিশেলে
অপবাদ আর নিন্দা মিলে সিদ্ধ হই হেঁসেলে।
রাষ্ট্রের শিরোমনি হয়েই বুঝি এ কি সর্বনাশ!
সুযোগ বুঝে সবাই দেখি যখনতখন দিচ্ছে বাঁশ
ষড়যন্ত্র, দুর্নীতি একাই কি আর রোধ করা যায়
দেশটাতো তলিয়ে যাবে বেড়ায় যদি ক্ষেত খায়।
৭-১০-২০২০। সকাল ১০-২০। বাকৃবি