(জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা)

আজো আমি দুঃস্বপ্ন দেখি ঘুমের ভেতর
আমার মেঝে কেঁপে উঠে বুটের আঘাতে
তারপর লাগাতার গুলিতে ঝাঁঝরা হয় আমার বুক
আমি লুটিয়ে পড়ে থাকি সিঁড়িতে
পনের আগষ্টের এক দুঃসহ গল্প
         আমার কোটরে বেঁধেছে বাসা।

মানুষ কেমন নৃশংস হলে তৈরী হয় এমন গল্প
মানুষ কেমন অকৃতজ্ঞ হলে হয় জনকের হন্তারক
কতটা নির্বোধ হলে কুটিকুটি কাটে স্বপ্ন
কতটা অবিবেচক হলে পাল্টে দেয় ইতিহাস
কোনো হিসেব মেলে না আমার, মেলে না উত্তর
শুধু আজ আতঙ্কগ্রস্ত হই কোলাহলের ভেতর।

এই স্মরণ সভায় হয়তো ঘাপটি মেরে আছে
      ঘাতকের প্রেতাত্মা
অতি উৎসাহী মানুষ দেখে তাই আমি সন্দিগ্ধ হই
জনকের ঘনিষ্ঠ সহচরই যে করেছিলো কুমন্ত্রণা
আজ তাই লোক দেখানো সমাগম চাই না
এগিয়ে আসো সমস্ত ব্যথাতুর সন্তান
সমস্বরে গাই স্বপ্ন এগিয়ে নেয়ার গান।

অনাদিকালের দিনপঞ্জিকায় কালো একটি দিন
বেদনায় ক্লিষ্ট করা স্মৃতির ভারে ভীষণ মলিন
পিতা, তোমাকে হারিয়েছি এই দিনে
শপথে উদ্দীপ্ত হই আজ আজন্ম ঋণে।

১৪-৮-২০২০। রাত ৯-৫১। সেনওয়ালিয়া