আদর্শতো একমুঠো ঘাস নয়, যে সহজলভ্য
কস্তুর্রীমৃগও নয়, অতি দুর্লভ
আদর্শ হলো বিন্দু বিন্দু জমা দুর্দমনীয় আবেগ
এ যে জীবন যাপনের নৈতিক ভীত
ঐতিহ্যের সিঁড়ি বেয়ে মনোজগতে করে অধিষ্ঠান
আদর্শ পলকা নয় যে মিথ্যে মোহে ভেসে যাবে
বরং অসত্যের বিপরীতে সে অলঙ্ঘ্য দেয়াল
বিশ্বাসের দমকা বাতাসে উড়িয়ে দেয় অন্যায়
আদর্শের জোড়েই মানুষ বুক পেতে দেয়
মৃত্যুকে আলিঙ্গন করে তার সুরক্ষায়।
আমার কোনো সঞ্চয় নেই অগ্নিসহ আদর্শ ছাড়া
তা-ই আঁকড়ে ধরে চলেছি বন্ধুর পথে
শুধু প্রত্যাশা আমার মতো অনেকেই আছে
যেতে যেতে দেখা হবে, হবে স্বপ্নের বুনন
ঐক্যবদ্ধ প্রয়াসে হবে বড় বড় অর্জন
সমাজ ও রাষ্ট্র হাঁটবে আদর্শউদ্দিষ্টদিকে
তখন যথার্থই করা যাবে আদর্শের বড়াই।
১৬-৮-২০২০। ভোর ১-২২। সেনওয়ালিয়া