ভালো লাগে বাসতে ভালো প্রাণটি দিয়ে
পুলক জাগে খেলতে তার আঙ্গুল নিয়ে
নিটোল গালের হাসিতো নয় দমকা বাতাস
উথাল পাতাল ছন্দে মাতে মনের আকাশ
এমন প্রিয়ার খোঁজ জানেনি রবীন্দ্রনাথ
নবীন কবির ভাবনা জুড়ে তার ছায়াপাত
দেয় না ধরা গদ্য পদ্য সুরের জালে
বন্দীনি সে মগ্ন কবির ইন্দ্রজালে
ফুলের বনে মধুমাসের মৌপিয়া সে
জানে কেবল ঘোর ভাঙাতে মধুর শিসে
প্রিয়া আমার রূপকথার উর্বশী নয়
আমার মনের প্রত্যাশাতেই বিমূর্ত রয়।