উল্টা পাল্টা তিড়িং বিড়িং
গাধার বাচ্চা সেথায় হরিণ
জ্ঞানী সেথায় ফসল ফলায়
বাচাল চালায় দেশ,
ধূর্ত শেয়াল হাততালি দেয়
আচ্ছা বেশ বেশ।
গাছের ডালে মাছের রাণী
চোরে শোনায় ধর্ম বাণী
বাদল দিনে বৃষ্টি ভিজে
মুরগী শুকায় কেশ,
ধূর্ত শকুন হাততালি দেয়
আচ্ছা বেশ বেশ।
কাউয়া সেখায় হাম্বা ডাকে
ডাঙ্গায় ঘুরে মাছের ঝাঁকে
বাতাস দিয়ে রান্না চলে
গরুর গান অশেষ,
হায়েনারা হাততালি দেয়
আচ্ছা বেশ বেশ।
ছাগল সেথায় বনের রাজা
সিংহকে দেয় কুকুর সাজা
ইঁদুর গর্তে কুমির ঢোকে
তামাশার নাই শেষ,
সজারুরা হাততালি দেয়
আচ্ছা বেশ বেশ।
ঘোড়ায় মূতে ঠেং উঁচিয়ে
চামচিকারা বুক চিতিয়ে
বানর সেথায় কুৎসা রটায়
তারিফ করে মেষ,
ছার পোকারা হাততালি দেয়
আচ্ছা বেশ বেশ।