প্রচন্ড শীতে ঠক্ ঠক্ কাঁপছে উদোম শহর
মেঘেরা খেয়ে ফেলে  সূর্যের সবটুকু রোদ
দুঃসময় যেন প্রত্যাশা করে একটু উষ্ণতার
দীর্ঘশ্বাস খেয়ে বাঁচে অপমানজনক বোধ।

এখানে এক সময় সূর্যের প্রচন্ড তাপ ছিলো
ফুলে ফলে ভরে উঠতো  প্রকৃতির আঙ্গিনা
অমানবিক চাষাবাদ সুস্থতাকে খেয়ে নিলো
অসুস্থ আত্মপ্রসাদ সগর্বে করে আনাগোনা।

বিস্তীর্ণ অঞ্চলে আজ লেগে আছে মরার খরা
ফসলের মাঠ খালি, সর্বত্র  আঁধার কুয়াশা
কঠিন প্রতিশোধের  নেশায় ফুঁসে ওঠে ধরা
নিমজ্জিত অন্ধকারে টানে জীবনের দুরাশা।

মিষ্টি রাখালের যত্নবান  দীর্ঘজীবি মিথ্যেরা
গুটিসুটি পায়ে হানা  দেয় চাষার ঘরে ঘরে
শহরময় ঝরে  পড়ে কালো রাতের টুকরা
জমা হয় ক্ষমাহীন অপরাধ মাঠে থরে থরে।

চাষার কপালে আজ লোটা বাটির  বোঝা
শস্যহীন আকাল জীবনের মায়াটুকু ত্যাগ
চেনা দুনিয়ায় নতুন করে চেনাকে খোঁজা
অক্ষম প্রজনন মৃত জমির নিস্তেজ আবেগ।