চারিদিকে খুশীর জোয়ার কালকে নাকি ঈদ
উত্তেজনায় হয়তো কারো আসবেনা আজ নিঁদ
টোকাই আমি ঘুরি-ফিরি কাটে দিবা রাত
কখনো বা উপোস কাটে পাইনা খেতে ভাত।
বাবা-মায়ের খোঁজ জানিনা কেবা কোথায় থাকে
এখন দেখে চিনবোনা আর বাবা কিবা মাকে
লেংটা থেকে টিটি পাড়ার আশেপাশে থাকি
রমা পাগলি আদর করে, খালা বলে ডাকি।
কিছু পেলে দুজন মিলে ভাগ করে তাই খাই
পাগলি বলে খেদাই দিছে খালার কেহ নাই
স্টেডিয়ামের বারান্দাতে ছালার চটে রাতে
ঝড়-বৃষ্টি, সুখে দুখে ঘুমাই খালার সাথে।
ঈদের দিনে সবাই নতুন জামা-কাপড় পরে
মজার মজার খাবার খাবে সবার ঘরে ঘরে,
মজার খাওন, নতুন জামা কে দেবে আমায়
থাকলে তখন দিতো কিনে বাবা কিবা মায়।
উপোস থাকি আধপেটা খাই, নাই কেহ দেখার
ঈদের দিন আর অন্য দিনে তফাৎ নাই আমার।।