নিজের থলিতে জমা পাপ অগণন
আয়নায় দেখি সদা আপন নির্দোষ!
হিসাব মিলিয়ে কভু দেইনি ওজন!
আত্ম অহমে ঢাকি শত-ছেঁদা, দোষ!

তামাম ভূমি কাঁপায় দু’পায়ের জোশ
হাজারো অন্যায় করে সব দেখি খাঁটি!
নিজ লাভে অনাচারে সতত আপোষ
কথায় ছড়িয়ে জাদু সুভাষিত হাঁটি।

অপরের ক্ষীণ ভুলে গায়ে খুঁজি মাটি!
হায়হায় কোলাহলে পাড়া করি মাত
ছোট ফুটো বড় করি করে ঘাটাঘাটি
জনতায় রব তুলি ক্ষুয়ে দিলো জাত!

তর্জনী দেখায় কাদা অপরের গায়
অপর আঙুল দেখ্, তোকেই দেখায়!
-----
(স্পেনসারিয়ান সনেট)