হাজার কবি হাজার তেলের শিশি
মাখছে দয়ার পায়ে দিবানিশি,
কাতর বিনয় মাগছে তিনার পায়
এবার যদি ভাগ্য খুলে যায়!
বুদ্ধিজীবির দিনটা কাটে গানে
কুত্তা সকল ফেনের পাতিল টানে,
যে যার মতো ভাঙছে মাথায় বেল
বাপকে বেচে খাচ্ছে মেখে তেল।
দেখছে সবাই এমনি করে করে
আখের গুছায় বাকী জনম তরে,
কেউবা বাগায় বেগম পাড়ায় বাড়ি
কারো আয়েশ লয়ে বারো-নারী।
চারিদিকে পড়ছে হুলস্থুল
তেল্ বাজারে মজুদ অপ্রতুল,
দোকানদারে বেচছে দু’য়ে হালি
ক্রেতার চাপে তেলের দোকান খালি!
--------------------------------
(এখানে কবি বলতে যারা কবিতা লিখেন শুধু সেই কবিই নয়, সমাজের উঁচু তলার ব্যক্তিত্ব পড়তে হবে, যারা প্রতিনিয়ত দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে)