সুখের পিছে ঘুরছে মানুষ, সুখ পাবে কোথায়!
অভাব হলো সকল শত্রু, সুখের অন্তরায়।
অভাব ছাড়া এই দুনিয়ায়, ক’জনই বা আছে!
সুখতো হলো মনের বিষয়, যে-সুখী তার কাছে।
কারো ঘরে তিনটি মেয়ে, ছেলের অভাব তার
কারো ঘরে চারটি ছেলে, মেয়ে তার দরকার।
কারো আবার সাতটি ছেলে, ঘরে খাবার নাই
সম্পদ আছে অঢেল কারো, একটি সন্তান চাই।
সম্পদ সন্তান দুটোই আছে, প্রতিবন্ধী ছেলে
বোবা মেয়ে সুন্দরী খুব, পাত্রটি না মেলে।
টাকা পয়সা ছেলে-পুলে, জমি জিরাত শত
তাতে পায়না সুখের নাগাল, স্ত্রী হয়েছে গত!
কেউবা আবার অধিক মেধা, সঠিক মূল্য নাই
কেউ পারেনা ঝুঁকি নিতে, ভগ্ন শরীর তাই।
কারো আবার অসুখ-বিসুখ, সবই আছে তার
কেউবা আবার অন্ধ বলে, জীবনটাই আঁধার।
কেউবা আবার দেখতে খাটো, জ্ঞানী মন্দ নয়
কেউবা আবার অতি সুন্দর, মাকাল ফলটা হয়।
নাগরিকের শান্তি উধাও, সুশাসন নাই দেশে
গুণীজণের কদর হয়না, তস্কর সাধুর বেশে।
গ্রাম্য সমাজ পঁচে গেছে, জ্ঞানীরা ভয়-ডরে
চোরের হাতে সমাজ শাসন, নেতা ঘরে ঘরে।
চাওয়া পাওয়ার অসঙ্গতি, থাকবেই দুনিয়ায়
প্রত্যাশা আর অসন্তোষে, জীবন চলে যায়।
জীবন বোধে আত্মতুষ্টি, লোভের দাও লাগাম
যা আছে তায় তুষ্ট থাকা, সুখের অপর নাম।