চারিদিকে চলছে খেলা
দেখছে মানুষ বাঁদর নাচ
পোয়াতিশীল খুলে বসে
ঘুম পাড়ানি গানের মাঁচ।

নাচনা গানায় অধীর মানুষ
দুনিয়াদারীর নাই কোন হুশ

এই ফাঁকে তার ঘরে ঢুকে
পাক্কা সিঁধেল চোরের দল,
ঘুমের ঘোরে তামশা দেখে
লাচার যাচ্ছে নিরয় তল!