জ্বর মুখে পাদ দিলি হরিদাস তুই!
সারাদিন মিছা কথা করে গাইঘুই
তুই শালা হারামী
খাস করে ভাড়ামী
বেহায়া সদা থাকো কানে গুজে রুই!
আগ লেগে যদি কারো ঘর যায় পুড়ে
বোঁচকাটা হাতে লয়ে হাঁটা দিস ঘুরে!
সব লোক মরে যাক
তুই শুধু বেঁচে থাক
নিজ লাভে কথা কস্ বাপ বেচা সুরে!
সাধু-পুত জামা গায়ে মূলে তুই চোর
স্বদেশের মূল কেটে গোলা ভরা তোর
ক্ষমতার জোরে আজ
করে গেলি নাশ কাজ
পালানোর পথ খোঁজ আসিতেছে ভোর!
------------------------------------
(বন্ধুদের উৎসাহমূলক মন্তব্যগুলির যথা সময়ে উত্তর দিতে পারি না, বা কারো পাতায় যেতে পারি না বলে লজ্জিত ও দুঃখ প্রকাশ করছি।)