চার দিকে চালবাজ
ছাল-বাল নেই যার
ক’দিনে ফেঁপে ওঠে
জোচ্চুরি পেশা তার।
দিন যায় যায় যুগ
সীনাজুরি চলছে
যেনতেন ছুতোতে
জনতারে দলছে।
চুরি দাড়ি লোফারি
স্বদেশের করে নাশ
লুটে-পুটে গোলা ভরে
জনতার গেঁটে বাঁশ।
হুশ টুকু জমা রেখে
ফোঁস টুকু বেচে যা
চুপ চাপ থেকে দেখে
পশ্চাতে বাঁশ খা।
হরিলুট চোখে দেখে
খড়কুটো খেয়ে বাঁচ
গরু গাধা মিলে মিশে
ভেবে যা সাত পাঁচ।