পাহারাদার দিচ্ছো তুমি, কাদের পাহারা,
তোমার ঘরতো অরক্ষিত, লুটছে ডাকাতরা।
প্রভু ভক্ত কুকুর যেমন, ভক্তি শত ভাগ,
তেলমারা আর চামচামিতে, তুমি হাজার ভাগ।
তুমি প্রভুর ছল চাতুরী, ধরতে পারো নাই,
প্রভুর কথায় মারছো যাদের, তারা তোমার ভাই।
ভন্ড প্রভুর সুরটি কোমল, ভাবছো দৈব বানী,
সেজে আছে মহা সাধু, অন্ধ তাই দেখনি।
আঁধার ঘরে বদ্ধ তুমি, ঠুলির দেয়াল উঁচু,
সর্বনাশের ষোল আনা, নিচ্ছে তোমার পিছু।
সময় যাচ্ছে ঘুরে দাঁড়াও, যদি করো ভুল,
নিজের শত্রু নিজেই তুমি, বাঁচবেনা আর কূল।
নিজের পায়ে কুড়াল মেরে, পা ফেলেছ কেটে,
হাত দুটোকে পা বানিয়ে, কাটাও জীবন হেঁটে।